Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন সময়ে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।

বিসিক জেলা কার্যালয়, ঢাকা; শিল্প মন্ত্রণালয়ের অধিভূক্ত সংবিধিবদ্ধ সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ঢাকা জেলা কার্যালয়। বিসিক কর্তৃক নিয়োজিত একজন উপ-মহাব্যবস্থাপক (৪র্থ গ্রেড) কার্যালয়ের দায়িত্ব পালন করেন। কার্যালয় থেকে ঢাকা জেলায় শিল্প উন্নয়ন ও সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের মেলা-প্রদর্শনীর আয়জন, উন্নত রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ ,গ্যাস ইত্যাদি অবকাঠামোগত সুবিধা সম্বলিত শিল্প নগরীর প্লট বরাদ্দদান ও পর্যবেক্ষন, নিজস্ব কর্মসূচী ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান, শিল্প প্রকল্পের প্রোফাইল প্রণয়ন, প্রকল্প মূল্যায়ন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের নিবন্ধন প্রদান সহ বিবিধ কার্যাবলি পরিচালনা করা হয়।

             

বিসিক জেলা কার্যালয়, ঢাকা এর আওতাভূক্ত কার্যালয় সমুহঃ  

 

জেলা কার্যালয়ঃ

বিসিকের সামগ্রিক অভিজ্ঞতার মাধ্যমে বিসিক জেলা কার্যালয় ঢাকা, ঢাকা জেলার আওতাধীন ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, সম্প্রসারণ এবং দেশিয় ঐতিহ্যবাহী শিল্প সমুহ রক্ষনের লক্ষ্যে এ খাতের উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের উন্নয়ন ও সম্প্রসারণমুলক সেবা সহায়তা প্রদান করে।

 

বিসিক শিল্প নগরী (কেরানীগঞ্জ ধামরাই)ঃ    

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংগঠন উনিডো (UNIDO – United Nations Industrial Development Organization) এর প্রস্তাবনা অনুযায়ী ১৯৬০ এর দশক থেকে বিসিক (তৎকালীন ইপসিক) অঞ্চলভিত্তিক শিল্পায়নের জন্য উন্নত রাস্তাঘাট, সার্বক্ষণীক বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের সুবিধা সহ উদ্যোক্তাদের শিল্প প্লট বরাদ্দের উদ্দ্যেশে শিল্প নগরী স্থাপনের করা শুরু করে। তদনুযায়ী ঢাকা জেলার কেরানীগঞ্জ ও ধামরাই উপজেলায় ২টি শিল্প নগরী স্থাপনের মাধ্যমে উদ্যোক্তাদের নিকট শিল্প প্লট বরাদ্দ করা হয়।

 

বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, মিরপুর, ঢাকাঃ

বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, মিরপুর, ঢাকা দেশের একমাত্র উলম্ব (Vertical) শিল্প নগরী। এখানে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদক উদ্যোক্তাদের ফ্লোর স্পেস বরাদ্দ প্রদান করা ।

 

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, মিরপুর, ঢাকাঃ

কারিগরি দক্ষতা উন্নয়ন ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র মিরপুরে কম্পিউটার অফিস প্যাকেজ ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এন্ড মটর উইন্ডিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনার রিপেয়ারিং ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া হয়।

 

আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মৌ-পালন কর্মসুচীঃ

 

আগ্রহী উদ্যোক্তাদের মৌ-চাষের উপর প্রশিক্ষন প্রদান করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের বিনামূল্যে মৌ-বক্স প্রদান করা হয়। এছাড়াও সহজশর্তে মৌ চাষিদের ক্ষুদ্র ঋণও প্রদান করা হয়।

আয়োডিনযুক্ত লবন প্রকল্পঃ 

দেশের বিরাট জনগোষ্ঠীর আয়োডিনের অভাবজনীত সমস্যা দূরীকরণের লক্ষ্যে বিসিক সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি করে “আয়োডিন ঘাটতি পূরণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ১৯৮৯ সাল থেকে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে বিসিকের উন্নয়ন সহযোগী হিসেবে আছে ইউনিসেফ, গেইন, এবং এমআই। তিন ধাপে বিভক্ত এই প্রকল্পের দুটি ধাপ সমাপ্ত হয়েছে এবং তৃতীয় ধাপের কাজ চলছে। প্রকল্পের মাধ্যমে ইউনিসেফের সহায়তায় ইতোমধ্যে ২৬৭টি সল্ট আয়োডাইজেশন প্ল্যান্ট (এসআইপি) লবণ মিলসমূহে বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়াও এই প্রকল্পের আওতায় বাজারে প্রাপ্ত আয়োডিনযুক্ত লবণে আয়োডিনের আদর্শ মান ঠিক রাখার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

ক্ষুদ্র, মাইক্রো কুটির শিল্প ফাউন্ডেশন (এস এম সি আই এফ), ঢাকাঃ

বিসিকের সমাপ্ত চার প্রকল্প (গ্রামীণ অর্থনীতি তেজিকরন, দারিদ্র বিমোচন প্রকল্প, আত্মকর্মসংস্থান প্রকল্প ও মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প) নিয়ে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ক্ষুদ্র মাইক্র ও কুটির শিল্প ফাঊন্ডেশন (এস এম সি আই এফ) গঠিত হয়। উক্ত ফাঊন্ডেশনের কার্যক্রম ০২.০৮.২০১৫ খ্রিঃ থেকে শুরু হয়।